আবু তোহা পাগল হয়ে গেছে

 এই লোকটা কোরআনুল কারিম কে হেফজ ব্যপারে ধারোনাই নাই। কোরআনকে বইয়ের সাথে তুলোনা করে বাম হাতে যেভাবে ইচ্ছা সেইভাবে লাড়তেছে। নিজের ইচ্ছা মত আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। ওয়াজের মঞ্চটা এখন এমন যে দুইটা ইংরেজি জানলেই হইছে।



ইলম উঠে যাচ্ছে দা'য়ী কারা? বে আলেমদের বক্তৃতা শুনছি,তাদের মেহমান করে বয়ান শুনছি।
কুরআনের অপব্যাখ্যা করছে, কুরআন কে সাধারণ বই হিসেবে তুলনা করছে,হাফিজে কুরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করছে।
ওদের থেকে দুরে থাকা একান্ত জরুরি।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, ‘আল্লাহ তা‘আলা বান্দাদের থেকে হঠাৎ করে ইলম উঠিয়ে নিবেন না; বরং ইলম উঠিয়ে নিবেন উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। 
একপর্যায়ে যখন একজন হক্কানী আলেমও থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে তাদের নেতা (মুফতী) হিসাবে গ্রহণ করবে। 
অতঃপর এই মূর্খরা ধর্মীয় বিষয়ে জিজ্ঞাসিত হলে অজ্ঞতা স্বত্বেও ফাতাওয়া দিবে। ফলে তারা নিজেরা গোমরাহ হবে এবং অন্যদেরকেও গোমরাহ করবে।’ (বুখারী শরীফ হা.নং ১০০)
তার বক্তৃতার লিংক কি বললো শুনুন 👇
https://m.facebook.com/story.php?story_fbid=972431250053704&id=100018605132448

Post a Comment

0 Comments